Wednesday 6 July 2016

আমাদের সম্পর্কের সীমা ছিল কম। যদিও ছিল বন্ধুত্ব, তাও এর অনেক দাম। কত হাসি মজা করেছি দুজনে... শুধু একটা ভুল, সব শেষ। না, আর হয়তো হবেনা দেখা, হবেনা সেই আড্ডা, নিজের নিজের কাজে প্রচুর ব্যস্ত আমাদের জীবনটা। যদি কখনও দেখা হয় রাস্তায়, একবার দেখে নিস। ব্যস্ততার মাঝেও বলে দিস একবার "পাগলী আছিস কেমন?" উত্তরটা কি দেবো হয়তো জানিস ভালো করেই। উপর থেকেই দেখে নিবি সবকিছু, আর ভাববি "বদলায়নি মেয়েটা।" কিন্তু পারবি কি মনের ভেতরটা পড়ে নিতে? সময় বদলে চলেছে, বদলে চলেছি আমরাও। রাস্তার ধারে কত গল্প, কত খুনসুটি... কোথায় গেল সেসব? এখন আর সেসব হয়না, সময়ের বড়োই অভাব।
একসাথে যে পথ ধরে দুজনে হেঁটেছিলাম বেশ,
আজ সব শূন্য, নেই আর তার কোনও রেশ।
তোর কি আর মনে পড়েনা তোর এই পাগলীটাকে?
হয়তো পড়েনা, তাই ঠিক রেখেছিস নিজেকে।
দিনগুলো ছিল বেশ হাজি মজায় রঙিন,
আজ শুধু স্মৃতিচারণে কান্নাভেজা দিন।
যদি পারিস ক্ষমা করিস সব কিছু ভুলে,
আমিও থাকবো বাড়িয়ে পা, আসবো ছুটে চলে।
আর কিছু বলবোনা, জানি সব ভুল ছিল আমার,
তবুও আশায় জেগে, প্রতীক্ষা একটা ডাক আসার...।
[পুনশ্চ: পেজের পক্ষ থেকে আন্তরিকভাবে প্রার্থনা করি যেন আর কারুর "মনের কথা" এভাবে থেমে না থেকে যায়। দুনিয়ার সব সম্পর্কগুলিই প্রাণ পাক।]

No comments:

Post a Comment

মনের কথা-Moner Katha